
bhober pagol - coke studio bangla lyrics
[verse 1: nigar sumi]
খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমির গিয়া রে
খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমির গিয়া রে
এত করে ডাকলাম তরে
এত করে ডাকলাম তরে
তবু দেখা পাইলাম না
পাগল ছাড়া দুনিয়া চলেনা
হায়রে, পাগল ছাড়া দুনিয়া চলেনা (হায়রে)
তুই পাগল তোর মনও পাগল
তুই পাগল তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলে না
হায়রে, পাগল ছাড়া দুনিয়া চলেনা
হায়রে, পাগল ছাড়া দুনিয়া চলেনা
[guitar solo]
[verse 2: nigar sumi]
মুর্শিদ আছে দেশে দেশে
এই জগতে কত বেশে রে
মুর্শিদ আছে দেশে দেশে
এই জগতে কত বেশে রে
ধরতে পারলে পাবিরে তুই
ধরতে পারলে পাবিরে তুই
বেহেশতেরই নজরানা
পাগল ছাড়া…
[chorus: nigar sumi]
পাগল ছাড়া দুনিয়া চলেনা
তুই পাগল তোর মনও পাগল
তুই পাগল তোর মনও পাগল
পাগল পাগল করিস না
পাগল ছাড়া দুনিয়া চলেনা
[verse 3: mc mugz]
দমে দমে দমে দম চালি
কই পালি শই বালি
শই জালালি
পল্লীগীতি থেইকা পালাগান আর ভাটিয়ালী
ভোম ভোলা সাঁই ভোম কালী, দে তালি!
bd rap*এর গারদ পুরান ঢাকা কোতোয়ালী
পাগল এর দল জটলাতে
আস্তানায় মজমাতে
পট থিকা টোপলাতে
ঝোলা থেইকা পোটলাতে
জয় গুরু থেইকা
জয় বাবা লোকনাথে
বৈরাগী underground
কলিকাতার ভূতনাথে
লাল কাপড় ড্যাকে
[verse 4: jalali set]
আর বিলের ভিত্রে ভাট্টি মানে
হিলের উপ্রে মিল কইরা
ঝিলপাড়ের জঙ্গলের modern কবি লেখে
আর ছাইড়া দিলে যেমনে পুরা দেশবাসী দেখে
জ, জ, জয় ভান্ডারী চিটাগাইংগা ব্যাকে
ধোঁয়ার চোটে কানা যেমনে নারিকেলের ধূপ মাইরা set
পাগলার কথা*বার্তি জালালি group একের
শনি থেইকা লইয়া সোজা গুরুবারে ঠ্যাকে (আহ, শই!)
[verse 5: jalali shafayat]
মাটির বাংলার শ্যামলা চামড়ার
মাঝি*মাল্লা, কৃষি*কামলা
মর্জিনার দেওয়ানা
যাযাবর যতটি জটা পাগলা
ঢোলের তালে হেইলা*দুইলা
নাইচা, গাইয়া, হাইসা, খেইলা
জাল্লে জালালি জালা
ভবের বাত্তির জোলাভাতি
গানের পাগল, জাতের পাগল
জুইতের পাগল, ভাতের পাগল
গোলে পাগল, মালে পাগল
বাক্সে বন্দী লক্ষ পাগল
ভবের পাগল, রবের পাগল
দুনিয়ার সবই পাগল
জাল্লে জালালি জালা
জাল্লে জালালি শই
[sax solo]
[guitar solo]
[chorus: nigar sumi]
তুই পাগল, তোর মনও পাগল
তুই পাগল, তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলেনা
হায়রে, পাগল ছাড়া দুনিয়া চলেনা
হায়রে, পাগল ছাড়া দুনিয়া চলেনা
হায়রে, পাগল ছাড়া দুনিয়া চলেনা
Random Song Lyrics :
- only time can tell - calfamous lyrics
- r a d o - newton james lyrics
- akupunktura - kiero lyrics
- pry - svngali lyrics
- grey dusk of eve (portobello) - the rankin family lyrics
- everest - afterlyfe lyrics
- the cure - koshir lyrics
- deeply in love with you - elyon lights lyrics
- a las piedras de belén - fito páez lyrics
- photoshop - marsimoto lyrics