take khub kache - chandrabindoo lyrics
Loading...
তাকে খুব কাছে যেই পাই
আমি অমনি বোবা দু’চোখে হারাই
তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান
তাকে খুব কাছে যেই পাই
আমি অমনি বোবা দু’চোখে হারাই
তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান
তাকে খুব কাছে পাই যেই
কাছে এইতো ছিলে এই বুঝি আর নেই
তাকে দাও পাহারা এক বেয়াড়া গান
এই টুকরো উপহার, বলো বন্ধু হবে তার
এই টুকরো উপহার, বলো বন্ধু হবে তার
সে রূপকথার…
তাকে গল্প বলে ঘুম পাড়াবে গান
তাকে যেই কাছে পাই খুব
যদি যাই ভেসে দিয়ে অন্য হাওয়ায় ডুব
তখন থাকবে পড়ে একথালি এই গান
তাকে থাকবে ছুঁয়ে একথালি এই গান
হুম হুম হুম হুম হুম…
Random Song Lyrics :
- i know i know - bit beat bite bright lyrics
- фемки (feminists) - нексюша (neksusha) lyrics
- khan baji - mohsen namjoo lyrics
- şeker prens ve tuz kral (live) - cem adrian lyrics
- time goes by - please lyrics
- no discussion - kam prada lyrics
- e l y (prod. by blackmayo x hellasketchy) - ely lyrics
- žalioj tyloj (mario basanov interpretation) - linas adomaitis lyrics
- 비가 (elegy) - s.e.s. lyrics
- fausse vie - clacky lyrics