lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

take khub kache - chandrabindoo lyrics

Loading...

তাকে খুব কাছে যেই পাই
আমি অমনি বোবা দু’চোখে হারাই
তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান

তাকে খুব কাছে যেই পাই
আমি অমনি বোবা দু’চোখে হারাই
তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান

তাকে খুব কাছে পাই যেই
কাছে এইতো ছিলে এই বুঝি আর নেই
তাকে দাও পাহারা এক বেয়াড়া গান
এই টুকরো উপহার, বলো বন্ধু হবে তার
এই টুকরো উপহার, বলো বন্ধু হবে তার
সে রূপকথার…
তাকে গল্প বলে ঘুম পাড়াবে গান
তাকে যেই কাছে পাই খুব
যদি যাই ভেসে দিয়ে অন্য হাওয়ায় ডুব
তখন থাকবে পড়ে একথালি এই গান
তাকে থাকবে ছুঁয়ে একথালি এই গান
হুম হুম হুম হুম হুম…

Random Song Lyrics :

Popular

Loading...