
office time - chandrabindoo lyrics
অফিস টাইম, বিশ্রী জ্যাম
বড্ড ভিড়, তুলকালাম
ঠ্যাং সরান, হয় বামাল
গান্ধিবাদ, mutual
দিচ্ছি দৌড়, একটা দশ
হচ্ছে লেট, খেপছে বস
সেখানে তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
assignment, police beat
অনর্থক bullsh*t
কোনটা ভুল, কোনটা ঠিক
দিচ্ছে জ্ঞান রাজনীতিক
শব মিছিল, যায় brigade
দেয় স্লোগান, give me rate
মিছিলে তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
প্রেস রিলিজ, চার মাতাল
পার্ক স্ট্রিট, টালমাটাল
ট্যাক্সি নেই, মধ্য রাত
হাত বাড়াই, একটা হাত
পৌঁছে দেয় অন্ধকার
অন্য বাড়ি, অন্য কার
সেখানে তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene*ই নেই
Random Song Lyrics :
- jardim das aflições - eduh lyrics
- 10 freaky girls - bandgang jizzle p & bandgang javar lyrics
- pepesoup - yapi & cyril kamer lyrics
- tomorrow - maua sama lyrics
- watching over us (vocals only) - safe adam lyrics
- ether - yayu lyrics
- スケッチ (sketch) - あいみょん (aimyon) lyrics
- can't give up! - deraj global lyrics
- del funk - genra lyrics
- gav hjertet mitt til byen - nicolay (no) lyrics