lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bondhu tomay - chandrabindoo lyrics

Loading...

ছেঁড়া ঘুড়ি, রঙিন বল* এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেল বেলা
বাজে বকা রাত্রিদিন asterix, tintin
এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধূলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেতো গোধূলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

গল্পের মতো
ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলবো না, আড়ি

গল্পের মতো (গল্পের মতো)
ইশকুল বাড়ি (ইশকুল বাড়িটা)
জমে ওঠা ক্ষত (জমে জমে ওঠা ক্ষত)
খেলবো না, আড়ি

সে খেলা কানাগলি রোজ চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
সে খেলা কানাগলি রোজ চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

বইমেলা ধূলো
গার্গী, শ্রেয়সী
চেনা মুখগুলো
পরিচিত হাসি

বইমেলা ধূলো (বইমেলা ধূলো)
গার্গী, শ্রেয়সী (শুধু গার্গী, শ্রেয়সী)
চেনা মুখগুলো (চেনা চেনা মুখগুলো)
পরিচিত হাসি

সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজও পারে নি সে
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজও পারে নি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

ছেঁড়া ছবি, স্ফটিক জল* এইটুকুই সম্বল
বাদ বাকী রোজ চলে যাওয়া বিকেল বেলায়
একঘেয়ে কান্ত দিন, calmpose, aspirin
যানজটে দেরী হয়ে গেলো বিকাল বেলায়
মরা মাছের চোখ যায় যদ্দূরে
শুকানো জলছবি আজও রোদ্দুরে
মরা মাছের চোখ যায় যদ্দূরে
শুকানো জলছবি আজও রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো…

Random Song Lyrics :

Popular

Loading...