bondhu doyamoy - chandana mojumdar lyrics
Loading...
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।
কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।
ভাই বেরাদার রমণ বলে
মনেতে ভাবিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিল-ই জ্বালাইয়া রে।।
Random Song Lyrics :
- io - 041 lyrics
- it's getting late - yoshika colwell lyrics
- beautiful - foozi lyrics
- i'll be around - slim smith lyrics
- 2 am - equilivre lyrics
- 不拖不欠 (no delay) - 鄭秀文 (sammi cheng) lyrics
- power of my soul - carl perkins lyrics
- p.s.a. - reese laflare lyrics
- lean - vincint lyrics
- (l)ook (i)’m (a) (r)apper - aidan keeble lyrics