ami jare bhalobashi - captain lyrics
Loading...
আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো
আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো
ঘরের মায়ায় টানে মোরে
বাহিরেও যে ছাড়ে নারে
ঘরের মায়ায় টানে মোরে রে…
ঘরের মায়ায় টানে মোরে
বাহিরেও যে ছাড়ে নারে
রঙ্গিলা দো-টানায় পইড়া
রঙ্গিলা দো-টানায় পইড়া
সন্নাসীও হইতে পারলাম না
আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো
ঘুরলাম কত বৈদেশ বন্দর
পাইলাম না তো একটা অন্তর
ঘুরলাম কত বৈদেশ বন্দর রে…
ঘুরলাম কত বৈদেশ বন্দর
পাইলাম না তো একটা অন্তর
যা দেখি তাই হাওয়ায় মিঠাই
যা দেখি তাই হাওয়ায় মিঠাই
আসলের আসল কিছু না
আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো
Random Song Lyrics :
- tú no eras así - keto lyrics
- time machine - 3b lab.☆s lyrics
- dvylika savaičių sniego - marijonas mikutavicius lyrics
- cg forever - mezoh (ft. m boy) lyrics
- breaking the habit (live) [lpu 6] - linkin park lyrics
- show you - amber ryann lyrics
- e m p t y nest - ash nataanii lyrics
- stickers - trey chops lyrics
- 嘘で愛して (uso de ai shite) - さかいゆう (yu sakai) lyrics
- brain froze part 1 - joey trap lyrics