rajkanya - calcutta blues lyrics
কোথা থেকে এলে বলনা?
তুমি তো ছিলে মনের কল্পনা।
সত্যি নাকি? সব জল্পনা?
নাকি বৃষ্টি রাতের তুমি আল্পনা?
সবকিছু থমকে যায় নুপুরের ঐ ইশারায়।
এক ছুটে মন আমার, তোমার মনে হরিয়ে যায়।
ভেজা তুলি পরশনে খোলা চুলে সব ভূলে
আজো তুমি আনমনে আমার হৃদয় কেন ছুলে?
তুমি কী আমার রাজকন্যা?
নাকি বৃষ্টি রাতের তুমি আল্পনা?
তুমি কী আমার রাজকন্যা?
নাকি বৃষ্টি রাতের তুমি আল্পনা?
আমি দেখেছি তোমাকে চলে যেতে
বৃষ্টির মাঝে ভাসিয়ে ফেলে
কারন তুমি আমার রাজকন্যা
বৃষ্টি রাতের আল্পনা
সাদা চুলদারে চুড়ি পরে
অপরূপ সুন্দরী তুমি
ঠোঁটে বাঁকা হাসি ভালবাসি
কাছে এসো তুমি
সাদা চুলদারে চুড়ি পরে
অপরূপ সুন্দরী তুমি
ঠোঁটে বাঁকা হাসি ভালবাসি
কাছে এসো তুমি
আজো তুমি, আজো তুমি
একিভাবে মনে কর আমি অপরাধী
বিশ্বাস কর আমি নিজের থেকেও
তোমাকে বেশি ভালোবাসি।
আজো তুমি
একিভাবে মনে কর আমি অপরাধী
বিশ্বাস কর আমি নিজের থেকেও
তোমাকে বেশি ভালোবাসি।
তুমি কী আমার রাজকন্যা?
নাকি? বৃষ্টি রাতের তুমি আল্পনা?
তুমি কী আমার রাজকন্যা?
নাকি? বৃষ্টি রাতের তুমি আল্পনা?
Random Song Lyrics :
- amaterasu - jai discord lyrics
- dirty little secrets - somebody's sister lyrics
- he lensivät öisin - mokoma lyrics
- amazing girl - dafina zeqiri lyrics
- du €r knark - remix - anton kristiansson lyrics
- bak bak - prenslerin öcü lyrics
- not here - living legends lyrics
- what i know - soulja boy tell 'em lyrics
- snitchaz (hidden track) - daz dillinger & jt the bigga figga lyrics
- cero gravedad - danna paola lyrics