lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bondhu re - cactus (kolkata) lyrics

Loading...

তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে

মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বধু রে .. বধু রে .. বধু রে ..

তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে।

কোথায় পেলি সোনার কাঁঠি
আমার পরাণ ভ্রমর
কোন সে ঘুমের থেকে জেগে
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর।
বধু রে .. বধু রে .. বধু রে ..

তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে

মন*পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে
আমি বুঝি আমার পরাণ
আমি বুঝি আমার পরাণ
নদী বয়ে চলে।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে

ও.. মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..

Random Song Lyrics :

Popular

Loading...