bondhu re - cactus (kolkata) lyrics
Loading...
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে।
কোথায় পেলি সোনার কাঁঠি
আমার পরাণ ভ্রমর
কোন সে ঘুমের থেকে জেগে
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মন*পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে
আমি বুঝি আমার পরাণ
আমি বুঝি আমার পরাণ
নদী বয়ে চলে।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
ও.. মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..
Random Song Lyrics :
- red carpet - jon bryant lyrics
- date night (mother's day serenade) - andrew santino lyrics
- all the heroes run in armour - kiss the anus of a black cat lyrics
- xo tour life 13 - lil uzi vert lyrics
- adjust - drux lyrics
- go to sleep - viera chas lyrics
- like dogs (live) - pegasus bridge lyrics
- 100 round nigga - lite fortunato lyrics
- orchardist - henry jamison lyrics
- куда же исчезают звёзды (where do the stars disappear to) - netrue lyrics