shokarto upokul - black lyrics
Loading...
শোকার্ত উপকূলে গাঢ় অন্ধকার
মাঝ রাতের চাঁদ ডুবে গেছে
তুমি অপেক্ষায় নেই, জানি
তবুও কথার টানে এখানে এসেছি
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমার আলোর পাশে আজ আমি নেই
তবে কি অন্য কেউ?
যদিও তোমার গান বুঝিনি কখনও
তবুও নিয়ত ক্ষয়ের পাশে
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
আমি বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
Random Song Lyrics :
- butterfly - 33 life lyrics
- live swag - neile lyrics
- keep on loving - fatevil lyrics
- un'idea - blue virus lyrics
- prove yourself - shon weathers lyrics
- workingman unite - joe glazer lyrics
- suspense - teezy lyrics
- mirror of your mind - we the people lyrics
- minha escola - thaíde lyrics
- 12.15.10 - the ataris lyrics