shokarto upokul - black lyrics
Loading...
শোকার্ত উপকূলে গাঢ় অন্ধকার
মাঝ রাতের চাঁদ ডুবে গেছে
তুমি অপেক্ষায় নেই, জানি
তবুও কথার টানে এখানে এসেছি
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমার আলোর পাশে আজ আমি নেই
তবে কি অন্য কেউ?
যদিও তোমার গান বুঝিনি কখনও
তবুও নিয়ত ক্ষয়ের পাশে
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
আমি বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
Random Song Lyrics :
- let me - teddy adhitya lyrics
- undecided story - these hearts lyrics
- tadı yok - sagopa kajmer & kolera lyrics
- tender age - valentinezsz lyrics
- o taste and see - bright ones lyrics
- love sunshine & hysteria - attica riots lyrics
- kissing pink - kodie shane lyrics
- digital dash - masiah bello lyrics
- зыбаю-позыбаю (i swell) - наадя (naadia) lyrics
- shroomz, strippers, and sandler - dudja lyrics