daak - black lyrics
Loading...
একদিন বলেছিলে বন্ধু
বৃষ্টি ভালোবাসো
চলোনা ভিজে যাই আজ বিকেলে?
একদিন বলেছিলে বন্ধু
মিছিলে যাবে
চলোনা রাত জাগি সংগ্রামে?
তাহলে এসব কথার মানে কি?
যদি না ভাঙতে পারো ইতিহাস
যদি না গাইতে পারো তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে।
পুরনো পথ ছিল ঢাকা মুখোশে
কাঠের সিঁড়ি তে ছিল রক্তের দাগ
ও পথ হেঁটো না বন্ধু কিছু পাবে না
দেখো লক্ষ শিশু কাঁদে তোমার অপেক্ষায়
তাহলে এসব কথার মানে কি?
যদি না ভাংতে পারো ইতিহাস
যদি না গাইতে পারো তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে।
তাহলে এসব কথার মানে কি?
যদি না ভাংতে পারো ইতিহাস
যদি না গাইতে পারো তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে।
Random Song Lyrics :
- testarossa - skandau lyrics
- 斑 (madara) - vermillion-d alice syndrome lyrics
- lilypad - wiki & tony seltzer lyrics
- i will be there no matter what - j4v1nny lyrics
- singing in the shower - rush slocum lyrics
- lauren - just g lyrics
- malas decisiones - turf lyrics
- no one else (ft. sky) - oliver tree lyrics
- i'm scared of the dark - garden of eden (coralimes) lyrics
- a kosz - luvzee lyrics