obhiman - black (band) lyrics
Loading...
[verse 1]
স্বগত লগ্নে জমাট স্তব্ধতা
ঘুম পেলে ক্ষতি কি?
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি?
কেবলই অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নবাতিটা
[chorus]
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে?
[verse 2]
তোমার চারুগৃহ কেন যে খুলে যায়
দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দু’চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার
[chorus]
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?
[guitar solo]
[chorus]
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে*
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?
Random Song Lyrics :
- stagecoach - evan schafer lyrics
- that would be something (unplugged) - paul mccartney lyrics
- template - p-lo lyrics
- als das alles begann - broilers lyrics
- permission - new hope club lyrics
- princes of persia - undergods lyrics
- do it! - koul ef & ugly $tanly lyrics
- crown of thorns - raekwon lyrics
- iamok - jonny koch lyrics
- coco - benash lyrics