amra - black (band) lyrics
Loading...
[verse 1]
দু’জনকে আজ মনে হয় দু’গ্রহের
তোমার জীবনের স্রোত ভীষণ পৃথক
ছুটে যেতে চাই দূরে
অথচ তোমাকে এড়াতে পারি না
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো আমি
[verse 2]
কখন সময় হবে দূরত্ব বাড়াবার?
আমি এসবের শেষ কথা জানি
কখনও সে আলোয় মুখোমুখি হলে
কেউ কারো মুখ চিনবে না
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো আমি, আমি
[instrumental bridge]
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো
Random Song Lyrics :
- lover - mdq lyrics
- #17 - hoodoo gurus lyrics
- made for you - the gift (portugal) lyrics
- the mastery - accu§er lyrics
- dla mnie - otsochodzi lyrics
- motivation - dappa lyrics
- no love - sydney renae lyrics
- ciao adios (thomas rasmus chill mix) - anne-marie lyrics
- drivin with my eyes closed - chrishon ervin lyrics
- between the lines - erik faber lyrics