amar prithibi - black (band) lyrics
Loading...
ছায়ারা সরে যাবে
জানি সূর্য উঠবে
মৃত সব গাছের নিচে
আগুন জ্বলবে
বুকের গভীরে নদী
কুয়াশা, কুয়াশা
পাথরের উপর বসে
দেখছি এ সবই
তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই!
পায়ে পায়ে ফিরে আসি আবার
নিভৃতে বুনি দুঃখের গান
অনন্ত আগুনে পুড়ে অনিদ্র চোখ
আমার বিবেক পোড়ে সূর্যের নিচে
তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই!
Random Song Lyrics :
- westberlin - young alpha lyrics
- калейдоскоп (kaleydoskop) - black market (rus) lyrics
- bitches - shoreline mafia lyrics
- mindtree - встреча с дьяволом - mindtree lyrics
- the remedy. (feat. doc stranger) [prod. by doc stranger] - afri ize lyrics
- meet me halfway - eileen carey lyrics
- paid in full - jonna fraser lyrics
- follow the leader - eric jefe lyrics
- c'est belle une fille - slater & fils lyrics
- interface (emily yacina) - interesting lyrics