mon bhalo nei - biplob lyrics
Loading...
হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না
আঁকা বাঁকা মেঠো পথে রাখাল বাশী বাজায় না ।।
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে
সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে
প্রজাপতির পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না
শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
ভুল করেছি আমি পাহাড়ি মেয়ের কথায়
মনকে উড়িয়ে দিয়ে আকাশী আকাশ সীমায়
মেঘে মেঘে শরৎ আসে নীল শাড়ী জড়ায় না
উদাসী উদাস পুরে মহুয়া ছড়ায় না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমা
Random Song Lyrics :
- xander b - dumb! - xander b lyrics
- problème - ilano lyrics
- borracho en parís - indios lyrics
- broken hearted - liamoo, steerner & hechmann lyrics
- love again - aris (romania) lyrics
- congratulations but it's awkward and pewdiepie likes tea - jeffedyeffedy lyrics
- inedito* - franco126 lyrics
- convicted - zay doe lyrics
- where's the music (skit) - kedus lyrics
- broken - ak lyrics