lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kotha rekhe bondhu - biplob lyrics

Loading...

তোমার চোখের উদাসী আকাশে বুনোহাঁস একজোড়া
তোমার মাঝে স্বপ্ন লুটায় কবি কবিতা ছড়া।।
তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা

তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা।
ও আমি বন্ধুহারা আমি বন্ধুহারা, আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।

তোমার মাঝে দিক হারালো নাবিকের বড় জাহাজ
তোমার ছোঁয়ায় পৃথিবীতে পাখি গানে গানে পেল সুর আজ।।
তুমি চাইলেই রঙধনুটা…
উমম, তুমি চাইলেই রঙধনুটা রঙে রঙে থাকে ভরা
তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা।
আমি বন্ধুহারা আমি বন্ধুহারা, আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।

পাহাড় ভেঙে ঝড়না এলো, তুমি বললে ধুছ ছাই
না না, আমি বললাম মিষ্টি মেয়ে ভালোবাসা হলো এটাই।।
তুমি চাইলেই শহর গ্রামে…
উমম, তুমি চাইলেই শহর গ্রামে জোনাক থাকে ভরা
তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা।
আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।

তোমার চোখের উদাসী আকাশে বুনোহাঁস একজোড়া
তোমার মাঝে স্বপ্ন লুটায় কবি কবিতা ছড়া।।
তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা
তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখ আমি বন্ধুহারা।
ও আমি বন্ধুহারা আমি বন্ধুহার্ আমি বন্ধুহারা আমি বন্ধুহারা।
লিরিক: এম এ রহমান রুমান

Random Song Lyrics :

Popular

Loading...