matha ta fatabo - bhanga bangla lyrics
[verse 1: ivory shakur]
আমাদের নাম হলো বাঙালি (বাঙালি)
আমার পাছা হলো বাদামি (বাদামি)
আমার টাকা হলো সবুজ (yo)
আমার টাকার সাথে খেলা নাই (yo)
বন্দুক, বন্দুক, বন্দুক, মগজ (বান্ধবী)
আমি খাসির মাংস খাইনা (খাইনা)
আমি খালি খাই তরমুজ (তরমুজ)
আমি মুরগির মাংস খাইনা (খাইনা)
আমার মনটা হলো ভালো
আমার বন্দুক হলো কালো (বান্ধবী)
টাকাটা দিবা না টাকা টা নিবো
ঢাকা থেকে থাপ্পড় দিবো (দিবো)
শক্তি পা দিয়ে লাথি দিবো (দিবো)
আমার বান্ধবীকে চিনো (চিনোস?)
তুমি হলো একটা zero (zero)
আমার দেশে আমি hero (zero)
বাঙ্গালী বাঙ্গালী (বাঙ্গালী বাঙ্গালী)
বাঙ্গালী বাঙ্গালী (বাঙ্গালী বাঙ্গালী)
ভাত আর সাদা পাশে ডাল (ডাল)
আমার চুলটা হলো লাল (লাল)
পাছার নিচে যায়
পাছার নিচে যায়
ভর্তার সাথে আম (ভর্তার সাথে আম)
তুমি একটা খানকি (তুমি)
তিনটা পাখি টিয়া পাখি (পাখি)
তোমার জন্য এটা কঠিন
সকালে উঠে খাই রুটি (আমি)
আমার আছে বড় লাঠি (লাঠি)
তোমার আছে ছোট পুরি (পুরি)
পানিতে ডুবাবো (ডুবাবো)
মাটিতে ঢুকাবো (মাটিতে ঢুকাবো)
পৃথিবী নড়াবো (পৃথিবী নড়াবো)
কাপড় খুলে রাস্তায় হাঁটাবো (হাঁটাবো)
[main verse: ivory shakur]
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
তোর মাথাটা ফাটাবো
তোর মাথাটা ফাটাবো (মাথাটা ফাটাবো)
তোর মাথাটা ফাটাবো (মাথাটা ফাটাবো)
তোর মাথাটা ফাটাবো (মাথাটা ফাটাবো)
[verse 2: 41x]
পা ধরে মাথা ফাটাবো (বান্ধবী)
তিন বন্ধু পাগল খায়না ছাগল
হাজার বন্দুক আছে অনেক কালো (বান্ধবী)
ভাঙ্গা বাংলার জন্য কি করো?
আসো দৌড়ায় আসো পাশে বসে
ঢাকায় থেকে আমি আসি
এখন কোথায় থাকো?
মাইয়ার পাছায় আমি থাপড় দিয়ে পরে
কাপড় খুলে অনেক ভালবাসি
তোর মাইয়া কি বলে
আমাদের সাথে তো আসতে চায়
এখানে আসে কি করে (বান্ধবী)
এখানে আসে আর গাঞ্জা খায়
এরা খেলে যদি হারে (বান্ধবী)
গুলিতো ঢুকাই দেই তিনটা পায়
বাংলাদেশ থেকে la
কার সাথে কে খেলে?
কার সাথে কে খেলে? (বান্ধবী)
গুলিটা মেরে তো ফেলে (বান্ধবী)
তোমরা তো কেউ কিছু
বলতে তো পারবে না
মাথা তো ফাটাবো
মাংস তো খাবো না
আমি জানি কোথায় থাকো (থাকো)
আমার কাছে আছে ঠিকানা (ঠিকানা)
gps*এ ঢুকায় এসে যাবো
বন্দুক আছে, নিচে নামো
[main verse: ivory shakur]
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
তোর মাথাটা ফাটাবো
তোর মাথাটা ফাটাবো (মাথাটা ফাটাবো)
তোর মাথাটা ফাটাবো (মাথাটা ফাটাবো)
তোর মাথাটা ফাটাবো (মাথাটা ফাটাবো)
[verse 3: young prince]
লুকায় লুকায় আছে সাপ (ইশ)
মুখ বড় গুলি মার (সাবধান!)
সব দেখি বন্দুক থেকে
আমি হলে একটা desi (desi)
গাঞ্জা খাই খাই চোখ লাল (yeah)
মদটা খেয়ে তো আমি তো social (উফ)
আরে আমি তোর আব্বা
নাকি আমি তোর বাপ (বাবা)
এই ছাতামাথা কি
পাছায় লাথি দিয়া
ভাঙা লাঠি দিয়া
লাফালাফি করে (বান্ধবী)
মাথাটা ফাটাবো (oooh, বান্ধবী)
কলিজা পাড়াবো (oooh)
মেয়ে সুন্দর আমি তাকাবো (oooh)
ভাতের মতো টাকা মাখাবো
উড়ে মেরে ছুড়ে ফেলে (বান্ধবী)
সব ফালাবো
(বাঙালি, বাঙালি) আমরা বাঙালি
(বাঙালি, বাঙালি) খুবই সুন্দর পাঞ্জাবি
ঝামেলা ঝামেলা মাধবী (মাধবী)
ঝামেলা ঝামেলা মাধবী (মাধবী)
খুবই সুন্দর (yeah!)
salman khan (oooh)
খুবই সুন্দর (yeah!)
shahrukh khan (oooh)
[main verse: ivory shakur] (x3)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
পা ধরে মাথা ফাটাবো (ফাটাবো)
তোর মাথাটা ফাটাবো
তোর মাথাটা ফাটাবো (মাথাটা ফাটাবো)
তোর মাথাটা ফাটাবো (মাথাটা ফাটাবো)
তোর মাথাটা ফাটাবো (মাথাটা ফাটাবো)
Random Song Lyrics :
- прозаик (prose writer) - алиса (alisa) (group) lyrics
- night run (interlude) - jooyoung (주영) lyrics
- malba - canals, n.a.n.o lyrics
- if i was you - filmore lyrics
- tell me ma (feat. seth staton watkins) - emmet glascott lyrics
- unbreakable - knox hill lyrics
- what doesn't kill you - randall king lyrics
- #1 - 9lok lyrics
- venn diagrams - cropscropscrops lyrics
- var mı bir daha - gepp lyrics