borof - bhanga bangla lyrics
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
মা গো মা
কানের দুলের রং টা সরবৎ (yeet yeet)
বরফ
আমার গলায় কত বরফ?
[verse 1: ivory shakur]
বাঙালি (বাঙালি)
আম্মু আব্বু বাঙালি (বাঙালি)
(বান্ধবি) পাসে আছে বান্ধবি (yeet)
(বলো) মেয়েটা পাসে কত গরম (yeet)
(বলো) মেয়েটা পাসে কত গরম (yeet yeet yeet)
আমাদের কলিজা শক্ত (yeet)
আমাদের জিনিস টা বড় (yeet)
এখানে সবাই তো রক্ত (yeet)
এখানে ডাল টা তো ঘন (ঘন)
কুর্তা টা সুন্দর, কি ভাবো? (কি?)
ঘড়ি টা বলে তো বারো (বারো)
আমার সব বন্ধুরা বান্দর (yeet)
তোর মেয়েটা কে দেখলে তো খাবো (খাবো)
পাজামার পকেট টা মোটা (yeet)
আমাকে ধরলে তো মরবা (yeet)
তুমি তো বাথরূম এর বদনা (yeet)
ভাতের সাথে পাশে কোরমা
সকাল এ গাঁজা টা খাই (yeet)
বিকালে পাছা টা চাই (yeet)
পাছা আর গলা টা চাই (yeet)
পাছা আর গলা টা চাই (yeet yeet)
লুঙ্গি টা বড় তো, ভাই (yeet)
তুমি তো ছোট তো ভাই (ছোট)
ভাবি তো শশা টা চায় (yeet)
টাকা আর শশা টা চায় (yeet yeet)
রাতের মধ্যে মুখে চশমা
আমাকে দেখলে কি করবা?
আমার মেয়েটা অনেক ফরসা
এটা রস না এটা মশলা
[main verse: ivory shakur]
মা গো মা
সবায় চিল্লায় “মা গো মা !”
পাবা না
আমার মতন পাবা না
বরফ
কানের দুলের রং টা সরবৎ (yeet)
বরফ
আমার গলায় কত বরফ? (yeet yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
মা গো মা
কানের দুলের রং টা সরবৎ (yeet yeet)
বরফ
আমার গলায় কত বরফ? (yeet yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet yeet)
মা গো মা
কানের দুলের রং টা সরবৎ
বরফ
আমার গলায় কত বরফ?
[verse 2: 41x]
যখন আমি ঢুকি
সবাই দেখে অনেক বরফ
সুন্দর দেখি বেটি
আমার সাথে আসো খেলো
কিছু বলে নাকি
দুইটা গুলি মুখে দিবো
মায়্যা খেলে খাসি
আমার থেকে সরে ফেলো
আমরা তো ভাত খাই
আমরা তো ডাল খাই
এখানে ডিমভাজি নাই
তোর মায়্যা তো ডিগবাজি দায়
অর মুখ মেজে কলা তো খায়
অর মুখ মেজে কলা তো খায়
আগুন আর বরফ তো চায়
কাপড় টা খুলে তো পায়
কোথায়? আমাদের বিছানার উপরে
কখন? সকালে বিকালে দুপুরে
কেন? টাকা তো বানাই তো
অই মায়্যার পছ অনেক বড় তো
গলার উপরে অনেক বরফ তো
diamond বড় অনেক ঘন তো
মায়্যা দিসে অর ঠিকানা
ঠান্ডা দেখে পায় পিপাসা
ভাঙা বাংলা, গান সবার মুখস্ত
সবসময় অ সুনে আর নাচে তো
বাপ বলে “কি শুনো? এটা তো পাগল তো!”
তোর মা বলে আমরা দেখতে তো ভালো তো
[main verse: ivory shakur]
মা গো মা
সবায় চিল্লায় “মা গো মা !”
পাবা না
আমার মতন পাবা না
বরফ
কানের দুলের রং টা সরবৎ (yeet)
বরফ
আমার গলায় কত বরফ? (yeet yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
মা গো মা
কানের দুলের রং টা সরবৎ (yeet yeet)
বরফ
আমার গলায় কত বরফ? (yeet yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet yeet)
মা গো মা
কানের দুলের রং টা সরবৎ
বরফ
আমার গলায় কত বরফ?
[verse 3: young prince]
মামুনি (মামুনি)
আসো তাড়াতাড়ি (তাড়াতাড়ি)
কুর্তার নিচে
আছে হাতুড়ি (হাতুড়ি)
আমার মেয়ে
অনেক সুন্দর
তোর মেয়ে বুড়ি
ইলিশ মাছ
খাই না!
অনেক গন্ধ
জানালা খুলি
গলায় বরফ
দেখো অনেক jewelry
diamond gucci
মেয়ের হাতে চুড়ি
সামনে আসলে
মেয়েটার হাতে ছুরি
আমার জিন্দেগি একটা মুভি (সিনেমা)
তোমার জীবন হলো নাটক
তোমার বান্ধবি রা খাচ্চর
এখানে সবাই তো বান্দর
তোমাদের গলা তো কাটবো
kylie jenner এর মতো make up লাগায়
পাঞ্জাবি (বাঙালি)
খুবই সুন্দর (বাঙালি)
দামি chain গলা টিপে সব নতুন (এই!)
মেয়েটা একদম পুতুল
[main verse: ivory shakur]
মা গো মা
সবায় চিল্লায় “মা গো মা !”
পাবা না
আমার মতন পাবা না
বরফ
কানের দুলের রং টা সরবৎ (yeet)
বরফ
আমার গলায় কত বরফ? (yeet yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
মা গো মা
কানের দুলের রং টা সরবৎ (yeet yeet)
বরফ
আমার গলায় কত বরফ? (yeet yeet yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet)
আমাদের গলায় ত বরফ (yeet yeet)
মা গো মা
কানের দুলের রং টা সরবৎ
বরফ
আমার গলায় কত বরফ?
Random Song Lyrics :
- baeblade - lonemoon lyrics
- preciso me encontrar - jaques morelenbaum and antonio pinto lyrics
- 4d大舞廳 - flux lyrics
- as time goes by (yoon mi rae) - lee ha yi lyrics
- going viral - kodak black lyrics
- waves - cyrus lyrics
- yarım - ceren çalıkuşu lyrics
- para que volver - jadiel feat. arcangel lyrics
- the sheltering sky - telemachus lyrics
- khayalan semu - yen rustam lyrics