opare - bay of bengal lyrics
Loading...
ওপারের ভেসে আসা মৃদু আলো
পরে চোখে
নীল স্বপ্নীল দৃষ্টি ঘুচে যাওয়া
নিঝুম অরন্যে
আধাঁরের মাঝে ঘুমহীন অচেতন
রাত্রিযাপন
অপেক্ষায় মিশে যায় জীবনের
সব স্মৃতিচারণ
আমি ছিলাম তোমাদেরি মাঝে
হেসেছিলাম একসাথে
উড়েছিলাম স্বপ্নীল আকাশে
চাঁদের দেশে যেতে হারিয়ে।(২)
দিশেহারা আমার প্রতিক্ষা
ভেসে যাওয়ার ওপারে
মুক্তির অপেক্ষায় আমার স্বত্বা
প্রহর গোনে
আমি ছিলাম তোমাদেরি মাঝে
হেসেছিলাম একসাথে
উড়েছিলাম স্বপ্নীল আকাশে
চাঁদের দেশে যেতে হারিয়ে।(২)
(বিতর্ক)
Random Song Lyrics :
- back up & back stab - old account follow aliber lyrics
- mirrors 1 - redstar radi lyrics
- person you'd be proud of - cataldo lyrics
- wait - hunter smith lyrics
- bloodborne conspiracy - auroch (band) lyrics
- my boss is a corpse - bruno sutter lyrics
- hänger - nkt lyrics
- bright lights - sløtface lyrics
- come with me - kly (sa) lyrics
- race - joey jester, jodye, franchise jay lyrics