milon hobe - basanti das baul lyrics
Loading...
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
ও তা হয় না কপাল-গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোক-লজ্জার ভয়-
লালন ফকির ভেবে বলে সদাই
(ঐ) প্রেম যে করে সে জানে।।
Random Song Lyrics :
- sleep til i'm dead - dmx lyrics
- hai isi mein pyar ki abroo - lata mangeshkar lyrics
- call of love - king vibz lyrics
- secret garden - angra lyrics
- les autres - abd al malik lyrics
- jetplanelife (interlude) - rls lyrics
- rockchalk - matt easton lyrics
- killing spree - cymek lyrics
- devir - dan rodriguez lyrics
- rock bottom - eden's curse lyrics