aha aji e basante - barnali biswas shanta lyrics
Loading...
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়॥
সখীর হৃদয় কুসুমকোমল –
কার অনাদরে আজি ঝরে যায়!
কেন কাছে আস’, কেন মিছে হাস’,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়॥
সুখে আছে যারা সুখে থাক্ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা –
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না,
তারা বুঝেও বুঝে না,
তারা ফিরেও না চায়॥
Random Song Lyrics :
- you should go - portair lyrics
- wolę ciebie wolność - don & rl9 lyrics
- cattivi maestri - andrea mirò lyrics
- nowhere nothing never - shriekback lyrics
- 100 choppaz - skippa da flippa lyrics
- gone (for now) (remix) - prince j blade lyrics
- not interested in heartbreakers - isaiah park lyrics
- around and down - cool sounds lyrics
- guardian - cody coyote lyrics
- 49536 - scales lyrics