ami chinigo chini tomare - bappi lahiri lyrics
Loading...
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী॥
তোমায় দেখেছি শারদপ্রাতে,
তোমায় দেখেছি মাধবী রাতে,
তোমায় দেখেছি হৃদি-মাঝারে
ওগো বিদেশিনী।
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান,
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী।
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী॥
Random Song Lyrics :
- moda - evrencan gündüz lyrics
- after the storm - the eden project lyrics
- figliate - bestiame lyrics
- dans la pierre - mrs yéyé lyrics
- casio watch - isohitemup lyrics
- wifi (remix) - oskar linnros lyrics
- jebem vam sve - loš sin lyrics
- kno dat - king moe lyrics
- moja odpowiedź - o.n.a. (zespół rockowy) lyrics
- postcard - searching for relief lyrics