tomar bari jabo - bappa lyrics
Loading...
তোমার বাড়ি যাবো – ‘বাপ্পা মজুমদার’
আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো? (২)
গর্জে উঠুক তোমার আপনজন
যতই বলুক হবে নাকো ঠাই
বলবো বুকের পাঁজর খুলে দেখুন
সত্যি আমি হৃদয় দিয়ে চাই (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
বুঝিয়ে এমন রাখবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
অনেক কিছুই শুনতে হবে জানি
অনেক কিছুই দেখবে যাচাই করে
বলবো আমি ভালোবাসাই আসল
জয় করবো সবি মোনের জোরে (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
ভালোবাসা থাকবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?…
Random Song Lyrics :
- silent - luvheart lyrics
- flowmaster - mayot lyrics
- dommage - xvision lyrics
- the system - nightcove _thefox lyrics
- nuclear - rico chico lyrics
- ロストワンの号哭 (lost one no goukoku) (english version) - neru lyrics
- małolat - fez lyrics
- destello - sanju lyrics
- visa - kunta (afro) lyrics
- it's not about now - janet paschal lyrics