tumi achho tai - bappa mazumder lyrics
যতখুশি দূরে যাও
যতখুশি কষ্ট দাও
তবু বলি ভুলে যেও না
মায়াভরা মুখখানি
বড়বেশি আমি চিনি
তবু বলি হাতটি ছেড়ো না
তুমি আছো তাই
স্বপ্ন বুনে যাই
তুমি ছাড়া মন যে মানে না
জমে থাকা খেয়ালে
হৃদয়েরই আড়ালে
পুষে রাখি নীরব ভালোবাসা ওই
জানে না কেউ কখনো
চিরচেনা তুমি যে
বুকভরা মাতাল নীল নেশা, ও
ভালবাসি জেনে নাও
দেবো সুখ যত চাও
তবু বলি ভুল বুঝো না
কেন যেন মন টানে
ভালোলাগার এই প্রাণে
তবু বলি চলে যেও না
তুমি আছো তাই
স্বপ্ন বুনে যাই
তুমি ছাড়া মন যে মানে না
জমে থাকা খেয়ালে
হৃদয়েরই আড়ালে
পুষে রাখি নীরব ভালোবাসা ওই
জানে না কেউ কখনো
চিরচেনা তুমি যে
বুকভরা মাতাল নীল নেশা, ও
বড়বেশি ভালোলাগা
জানিনা কি তাই
চুপি চুপি মন চুরি
খেলা চলে গোপনে
শোনো আজ তোমায় বলি
তুমি যে আমার
কতবার বলেছে মন
আমি যে তোমার
তুমি আছো তাই
স্বপ্ন বুনে যাই
তুমি ছাড়া মন যে মানে না
জমে থাকা খেয়ালে
হৃদয়েরই আড়ালে
পুষে রাখি নীরব ভালোবাসা ওই
জানে না কেউ কখনো
চিরচেনা তুমি যে
বুকভরা মাতাল নীল নেশা, ও
Random Song Lyrics :
- sifting through the fire - myles kennedy lyrics
- all in an afternoon - the phoenix foundation lyrics
- เพลงของเธอ - belly button lyrics
- waves - matt mcnish lyrics
- brain stew - the upside downs lyrics
- bad liar - dj opulent lyrics
- verte caer - triángulo de escarpa lyrics
- mxs - troyamaki lyrics
- me and my son - isam b lyrics
- tentazione - cancro lyrics