lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tumi achho tai - bappa mazumder lyrics

Loading...

যতখুশি দূরে যাও
যতখুশি কষ্ট দাও
তবু বলি ভুলে যেও না
মায়াভরা মুখখানি
বড়বেশি আমি চিনি
তবু বলি হাতটি ছেড়ো না

তুমি আছো তাই
স্বপ্ন বুনে যাই
তুমি ছাড়া মন যে মানে না
জমে থাকা খেয়ালে
হৃদয়েরই আড়ালে
পুষে রাখি নীরব ভালোবাসা ওই

জানে না কেউ কখনো
চিরচেনা তুমি যে
বুকভরা মাতাল নীল নেশা, ও
ভালবাসি জেনে নাও
দেবো সুখ যত চাও
তবু বলি ভুল বুঝো না

কেন যেন মন টানে
ভালোলাগার এই প্রাণে
তবু বলি চলে যেও না
তুমি আছো তাই
স্বপ্ন বুনে যাই
তুমি ছাড়া মন যে মানে না
জমে থাকা খেয়ালে
হৃদয়েরই আড়ালে
পুষে রাখি নীরব ভালোবাসা ওই
জানে না কেউ কখনো
চিরচেনা তুমি যে
বুকভরা মাতাল নীল নেশা, ও

বড়বেশি ভালোলাগা
জানিনা কি তাই
চুপি চুপি মন চুরি
খেলা চলে গোপনে
শোনো আজ তোমায় বলি
তুমি যে আমার
কতবার বলেছে মন
আমি যে তোমার

তুমি আছো তাই
স্বপ্ন বুনে যাই
তুমি ছাড়া মন যে মানে না
জমে থাকা খেয়ালে
হৃদয়েরই আড়ালে
পুষে রাখি নীরব ভালোবাসা ওই
জানে না কেউ কখনো
চিরচেনা তুমি যে
বুকভরা মাতাল নীল নেশা, ও

Random Song Lyrics :

Popular

Loading...