shopner jahaj - bappa mazumder lyrics
Loading...
বিকেলে সন্ধ্যা নামে
সন্ধ্যায় নামে রাত
তুমি রোজ নিয়ে যাবে
আমার সকল সাধ
আমার প্রিয় সবকিছু
ছোঁয়ার আগেই হারিয়ে যায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়
শহরের আকাশটাকে
বানিয়েছিলাম ঘর
হাত বাড়িয়ে নিয়ে গেলে
পুরোটা শহর
আমার প্রিয় সবকিছু হায়
তোমার চোখে জড়িয়ে যায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়
ভোরের আগেই হলো সূর্যটা উধাও
স্বপ্ন হারাবে দূর আঁধারে কোথাও
সব নিও না কিছু তো রেখে যাও
চাই না হারাতে বাঁচার অাশাটাও
আমার প্রিয় সবকিছু হায়
ছোঁয়ার আগেই হারিয়ে যায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়
Random Song Lyrics :
- all for you (12" mix) [mixed] - janet jackson lyrics
- solange - rey morado lyrics
- excusemyliquorr - katai lyrics
- не жди меня (don't wait for me) - sempai lyrics
- без тебя (without you) - i'm lazy lyrics
- hyvikset ja pahikset - kuumaa lyrics
- variations on nainos - blodwyn pig lyrics
- rok lee (interlude) - riven lyrics
- i’m from japan - jp the wavy lyrics
- black-hole brain - citizen soldier lyrics