lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sara jibon - bappa mazumder lyrics

Loading...

সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার

সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার

দেখে তোমায় হয় যে মনে
হাটবাজারের পথ চেনো না
ভুল করে যায় পাড়ার লোকে
তুমি কোনো ভুল করো না
দেখে তোমায় হয় যে মনে
হাটবাজারের পথ চেনো না
ভুল করে যায় পাড়ার লোকে
তুমি কোনো ভুল করো না
আঁকাবাঁকা পথের খবর
নেইকো বাকি কিছু জানার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার

খাই পাবো কি মনের জলে
মনে আমার প্রশ্ন জাগে
বয়স আমার হোক না যতই
তোমার জন্ম আমার আগে
খাই পাবো কি মনের জলে
মনে আমার প্রশ্ন জাগে
বয়স আমার হোক না যতই
তোমার জন্ম আমার আগে
সাগরভাঙা স্রোতের খবর
নেইকো বাকি কিছু জানার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার

সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার

Random Song Lyrics :

Popular

Loading...