mehgey dhaka shoshi - bappa mazumder lyrics
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায় (আমারও মন সাথে বেজে যায়)
মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
শশী আমার নিজের মতো হাটে
ইচ্ছে হলে থামে চেনা ঘাটে
ওহ, শশী আমার নিজের মতো হাটে
ইচ্ছে হলে থামে চেনা ঘাটে
চেনা ঘাটে রেখেই দুপা
মুখ লুকায় সে লাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী, আশায় চেয়ে থাকি
ওহ, মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী, আশায় চেয়ে থাকি
এসেই শশী যায় উঁড়ে যায়
কথার ভাঁজে*ভাঁজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
(আমারও মন সাথে বেজে যায়)
(আমারও মন সাথে বেজে যায়)
Random Song Lyrics :
- na dowód - lady pank lyrics
- funny how time slips away - joe tex lyrics
- кэш (cash) - харидас (haridas) lyrics
- fever dreams - felisia lyrics
- need you here - davecreates lyrics
- when we were kids - young friend lyrics
- not real breakcore?! oki doki boomer! - acidgvrl lyrics
- 16 - og sweet lyrics
- shopping - emofag56 lyrics
- look like us - once1x lyrics