kheyalipona - bappa mazumder lyrics
Loading...
যদি বলি চাও এদিকে
তুমি পা বাড়াও ওদিকে
খেয়ালিপনাতে ওঠো যে মেতে
কখনো বোঝনি আমাকে
যদি বলি চাও এদিকে
তুমি পা বাড়াও ওদিকে
রোদ্দুর খেলানো এ জীবন
চড়ুইভাতিতে বেছো মন
নিজেরই খেয়ালে সাজিয়ে
খেলা ভাঙো দৌড়ে পালিয়ে
খেয়ালিপনাতে ওঠো যে মেতে
কখনো বোঝনি আমাকে
সময় নয় এখন রূপকথার
দৈত্য*দানো আর এক রাজার
দাও খুলে মনেরই দুয়ার
আছে যে অনেক রঙ রাঙাবার
খেয়ালিপনাতে থেকো না আর মেতে
কিছু তো বুঝে নাও আমাকে
খেয়ালিপনাতে থেকো না আর মেতে
কিছু তো বুঝে নাও আমাকে
কখনো বোঝনি আমাকে
Random Song Lyrics :
- yeah! - nofear lyrics
- eyes everywhere - negrete lyrics
- my only comfort (나만의 위로) - kim jae joong lyrics
- una historia perdida - mc realista lyrics
- østen cypher 2012 - østen cypher lyrics
- all i got - johnny cinco lyrics
- la mejor noche de mi vida - wagon folk lyrics
- i'll be loving you - bag raiders lyrics
- κορίτσι (she) - les major lyrics
- camion - gianfranco manfredi lyrics