![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
iccher ei batashe(ইচ্ছেরই বাতাসে) - bappa mazumder lyrics
ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?
ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?
উতলা এই মন কি ভাবে সারাখন
তুমি কি মনটা বোঝো?
বাহিরে ভিতরে কি যে আগুন জ্বলে
এমনই মন কি খোঁজো
মেঘে মেঘে যে উতলা মনটা
মেঘে মেঘে যে উতলা মনটা
আমিও আছি জেনো সে মেঘেরই আশেপাশে(২)
ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?
শ্রাবণে শ্রাবণে বরষা গোপনে
এসে কি যাবে চলে?
কিসেরই কারনে উড়ে যায় সুধা মন
কখনো দেখা হলে
উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা
উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা
আমিও আছি জেনো সে মেঘেরই আশেপাশে(২)
ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?
Random Song Lyrics :
- land till land - montana (145) lyrics
- undecided - keelan mak lyrics
- haveyouever - antion scales lyrics
- perfidy - the elephant (or) lyrics
- in the name of darkness - 13 candles (uk) lyrics
- i wanted - coupons lyrics
- stpdx - invalid artist name lyrics
- overtreders - zwangere guy lyrics
- enslaving the putrefied remnants of the deceased - apep lyrics
- po - дало в ноги (dalo v nogi) lyrics