din bari jay - bappa mazumder lyrics
[pre*chorus: bappa mazumder]
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[pre*chorus: bappa mazumder]
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[hook: sandipan & tareq hasan]
ওহ*হো*হো*হো, ওহ*ওহ
ওহ*হো*হো*হো, ওহ*ওহ
ওহ*হো*হো*হো, ওহ*ওহ
ওহ*হো*হো, ওহ*হো*হো
[verse 1: bappa mazumder]
নদীরা বাঁধন হারা
আঁকাবাঁকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাঁধা
তোমারই সে সীমানায়
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[verse 2: bappa mazumder]
মেঘেরা ছন্নছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে যেন তবু ঝরবে বর্ষায়
এই নিয়তি বাঁধা
তোমারই সে আঙ্গিনায়
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: all three & bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[chorus: bappa mazumder]
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: all three & bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[outro: sandipan & tareq hasan]
ওহ*হো*হো*হো, ওহ*ওহ
ওহ*হো*হো*হো, ওহ*ওহ
ওহ*হো*হো*হো, ওহ*ওহ
ওহ*হো*হো, ওহ*হো*হো
যত দূরে যাই (ওহ*হো*হো*হো, ওহ*ওহ)
জানিনা তো কবে (ওহ*হো*হো*হো, ওহ*ওহ)
জেনে রেখো শুধু (ওহ*হো*হো*হো, ওহ*ওহ)
ফের দেখা হবে (ওহ*হো*হো, ওহ*হো*হো)
যত দূরে যাই
Random Song Lyrics :
- enemies 3 - lil bil lyrics
- alvida - arijit singh lyrics
- tanz - ulepuschkinrose lyrics
- 2special - swimming paul lyrics
- vagabond - aketo lyrics
- seni seviyorum - cineris memoria lyrics
- terlalu - happy asmara lyrics
- powerpuffgirls - von saxon lyrics
- funny, not much (1973 version) - marvin gaye lyrics
- lost - robert haynes iii lyrics