
chayamegh (ছায়ামেঘ) - bappa mazumder lyrics
Loading...
তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।(২)
থাকে চোখভাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যথা জলটুকু তুমি
আমার দু’চোখে বাটো।(২)
তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
সারা দিনমান যেখানেই তুমি
ঠিক সেখানেই থাকবো
যতটুকু ভালবাসা সম্ভব
ততটুকু ভালবাসবো
স্বপ্নেও ওম ওম হবো
হবো তোমার রেশমী চাদর
যখন ঘুমের রাজ্যে হাঁটো।
তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
খোলা হাওয়া হয়ে যাবো বয়ে বয়ে
তোমার পাশে ভাসবো
বুক ভরে তুমি নিঃশ্বাস নিও
তোমার ভেতরে হাসবো
স্বপ্নিক পৃথিবী থেকে
এনে দেবো রঙ সুতো
তুমি স্বপ্ন চরকা কাটো।
তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
থাকে চোখভাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যথা জলটুকু তুমি
আমার দু’চোখে বাটো
Random Song Lyrics :
- when you left - h4ze lyrics
- бабло (money) - stas azarenko lyrics
- walking testimony - nino fresco lyrics
- sad on the weekend - mackenzie bourg lyrics
- the ruler (london secret show) - cate lyrics
- 돈 독 (poisonous) - paloalto (팔로알토) lyrics
- down - val emmich lyrics
- passion in dark rooms - mood lyrics
- большая группа* (snippet 02/02/2023) - mayot lyrics
- o anthropos pou etreche poly - nivo (grc) lyrics