bokhate noi - bappa mazumder lyrics
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
মনের পড়া, বুঝে নেবার
শখ যে আমার বহুদিনের
বইয়ের পড়া, পড়েছি ঢের
এখন সময় মনের
মনের পড়া, বুঝে নেবার
শখ যে আমার বহুদিনের
বইয়ের পড়া, পড়েছি ঢের
এখন সময় মনের
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে আমি বখাটে নই!
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
হাতে আমি ফুল ধরেছি
ধরিনি তো, ঢাল তলোয়ার
চাই না কিছু, ছিনিয়ে নিতে
রয়েছে হৃদয় আমার
হাতে আমি ফুল ধরেছি
ধরিনি তো, ঢাল তলোয়ার
চাই না কিছু, ছিনিয়ে নিতে
রয়েছে হৃদয় আমার
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
Random Song Lyrics :
- on sight - 1221 lyrics
- in the courtyard - maryann lyrics
- na minha área - qtz tivityn lyrics
- winston cherry (винстон вишня) - bladx lyrics
- don't hurt me - thehxliday lyrics
- hunter (live) - björk lyrics
- le machine - foé (fra) lyrics
- face down / everybody's song - stick against stone lyrics
- born on a monday - weatherfield lyrics
- 28 grams - softheart lyrics