benananda - bappa mazumder lyrics
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
এবার মরে সোনা হবো গো
এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
মালা হয়ে উঠবো আমি
মালা হয়ে উঠবো আমি
বেনান্দের গলেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা
এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
এবার মরে সুতো হবো গো
এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
শাড়ি হয়ে উঠবো আমি
শাড়ি হয়ে উঠবো আমি
বেনান্দের অঙ্গেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা
এবার মরে মাটি হবো
কুমোর ঘরে জন্ম নেবো
এবার মরে মাটি হবো গো
এবার মরে মাটি হবো
কুমোর ঘরে জন্ম নেবো
কলসি হয়ে উঠবো আমি
কলসি হয়ে উঠবো আমি
বেনান্দের কাঙ্খেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
Random Song Lyrics :
- vintage thrasher hoodie - mortal griptape lyrics
- wishin' and wishin' - medicine head lyrics
- ya fue - anuel aa lyrics
- балет (remix) - алсми (alsmi) lyrics
- glory to god! - shane t. hoffmann lyrics
- один (odin) - dessar lyrics
- tattoo - ethanuno lyrics
- we get sprunki - glitch whisper lyrics
- в голове моей (snippet 30.10.2024)* - cupsize lyrics
- small talk - isla-maria lyrics