lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

benananda - bappa mazumder lyrics

Loading...

বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা

এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
এবার মরে সোনা হবো গো

এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
মালা হয়ে উঠবো আমি
মালা হয়ে উঠবো আমি
বেনান্দের গলেতে

বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা

এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
এবার মরে সুতো হবো গো

এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
শাড়ি হয়ে উঠবো আমি
শাড়ি হয়ে উঠবো আমি
বেনান্দের অঙ্গেতে

বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা

এবার মরে মাটি হবো
কুমোর ঘরে জন্ম নেবো
এবার মরে মাটি হবো গো

এবার মরে মাটি হবো
কুমোর ঘরে জন্ম নেবো
কলসি হয়ে উঠবো আমি
কলসি হয়ে উঠবো আমি
বেনান্দের কাঙ্খেতে

বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা

Random Song Lyrics :

Popular

Loading...