ajana a kon bhela - bappa mazumder lyrics
লা*লা*লা, লা*লা
লা*লা*লা, লা*লা*লা
লা*লা*লা, লা*লা
লা*লা*লা, লা*লা*লা
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
আহ*আহ*আহ
আহ*আহ*আহ
আহ*আহ*আহ
আহ*আহ*আহ
তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
আহ*আহ
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
Random Song Lyrics :
- nuk jam si ti - elgit doda lyrics
- know bout me - peewee longway lyrics
- bis ich nicht mehr bin - sido lyrics
- das dicke, dicke ding - mr. santos lyrics
- hype sound - hype inc lyrics
- rainbow connection - willie nelson lyrics
- quatre vingt dix accusations - fayçal lyrics
- shadow of a man - jhameel lyrics
- itchin - jasmine lyrics
- to catch a thief - nathaniel merriweather lyrics