lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ajana a kon bhela - bappa mazumder lyrics

Loading...

লা*লা*লা, লা*লা
লা*লা*লা, লা*লা*লা
লা*লা*লা, লা*লা
লা*লা*লা, লা*লা*লা

অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে

আহ*আহ*আহ
আহ*আহ*আহ
আহ*আহ*আহ
আহ*আহ*আহ

তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে

আহ*আহ
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে

অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে

Random Song Lyrics :

Popular

Loading...