chokhe chokhe - balam lyrics
Loading...
নারে নারে নুন নারে নারে নারে না
চোখে চোখে চোখ পড়েছে কি বলব মুখে
যে তোমায় সাজিয়েছে এত অপরুপে
চোখে চোখে চোখ পড়েছে কি বলব মুখে
যে তোমায় সাজিয়েছে এত অপরুপে
আমার কল্পনায় হাজার ভাষা নিরব দুখে দুখে-২
নুন নারে নুন নারা নারা নারা নুন নারে না
চাঁদও আজ লুকিয়ে গেছে মেঘের আড়ালে
ফুল যেন চায়না ফিরে পাপড়ি আর মেলে-২
আমার কল্পনায় হাজার ভাষা নিরব দুখে দুখে-২
তোমায় নিয়ে লিখতে পারি হাজার কবিতা
পাহাড়ের বুক হারিয়ে ঝড়ে পড়ে লাজুক লতা-২
নয়ন দুটি আড়াল কর রঙ্গিন ওড়না ঢেকে-২
চোখে চোখে চোখ পড়েছে কি বলব মুখে
যে তোমায় সাজিয়েছে এত অপরুপে -২
আমার কল্পনায় হাজার ভাষা নিরব দুখে দুখে -২
নারে নারে নুন নারা নুন নারা নারে নারে না নারে না নারে নুন নারা নারে নারে না
Random Song Lyrics :
- papier vert - a2rds lyrics
- манекены (mannequins) - streepclubb lyrics
- wya? - xnxxfear lyrics
- make this storm - tommy lee lyrics
- one of a kind (jayslightt remix) - lil ron ron animated series lyrics
- black car - joven josh lyrics
- can finally love - jonah may lyrics
- white christmas - ramon roselly lyrics
- serial kicker - hamza 15-3 lyrics
- time changes everything (2002 version) - merle haggard lyrics