ojhor brishti - balam feat. juli lyrics
Loading...
ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
পাগলে গিয়েছে আকাশ
বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি ।।
অল্প আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুয়ে
আল্প করে হোকনা শুরু
ভালবাসা এখনো ভীরু
হয়নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি ।।
ডাকছে সময় পিছু
বলবে কি মন কিছু
নিবিঢ় এই ভালবাসা
জড়ালো হায় কিছু আশা ।।
হয়নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি
Random Song Lyrics :
- we gøn be aight - rx presley lyrics
- to be rude - omni lyrics
- dämonen - omar lyrics
- one more day with you - cory stewart lyrics
- lovely world (slowed and reverb version) - logan pettipas lyrics
- mcgruff the crime dog - melvins lyrics
- nápoles - walls lyrics
- просто бред (just nonsense) - гюнтер (gunter) lyrics
- eh, jadna ja - vida pavlović lyrics
- drachenstahl und feuer - blutgott lyrics