
eto bhebona(এতো ভেবোনা) - bagdhara lyrics
Loading...
lyrics*
এতো ভেবোনা তুমি এতো ভাবোনা
বেশি ভাবলেই মরণ হবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
কিছুদিন পরেই চলে যাবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে।
বৃষ্টির ফোঁটাতে
একাকিত্ব জীবনের মতো নিঃস্ব হয়ে থাকা
নীরবে সয়ে থাকা হায়!
তোমার অন্ধকারে যে স্বপ্ন বয়ে চলে
তারে কি আর ধরা যায়।
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে।
একদিন হারাবে
হারাতে হারাতে তুমি নিঃস্ব হয়ে যাবে
তারপরে কি হারাবে?
তোমার উদাসী মনে যত স্বপ্ন বয়ে চলে
তারে কি আর পাওয়া যায়?
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভাবলেই মরণ হবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে
এতো ভেবোনা, ভেবে কি হবে
এতো ভেবোনা, ভেবে কি হবে।
Random Song Lyrics :
- robadora - susi pireli lyrics
- a (one in) - jaxcaz lyrics
- rain - there there lyrics
- trippie bedd - whytetrash lyrics
- when the sky burns inwards - the experiment no.q lyrics
- we all know he's comin' - benny hester lyrics
- waste of time! - christopher kellen lyrics
- dibanding dia - lyodra lyrics
- de wereld draait voor jou - niels destadsbader & regi lyrics
- children's song from dale - brocelïande lyrics