lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ei khola chul (এই খোলা চুল) - bagdhara lyrics

Loading...

lyrics:
এই খোলা চুল
এই খোলা চুল বেঁধে দাও
আমাকে কাছে টেনে নাও
শুনে যাও শত অভিমান
গেয়ে দাও পুরোনো কোন গান।

আমাকে কাছে টেনে নাও
মিষ্টি করে হেসে দাও
কোন এক শীতের আদরে
আমায় চাদরে নিয়ে নাও।

একটু কাজল মেখে দেই
তোমার ঠোঁটের কোণে তিল
তোমার চুলের খোঁপাতে
সেই ফুল গুঁজে দিতে চাই

চুপ করে বলে ফেলা কথা
শুনতে যদি তুমি চাও
আমার বুকের খাঁচাতে
তোমার মাথা রেখে দাও।

Random Song Lyrics :

Popular

Loading...