muchhe jaoa dinguli - babul supriyo lyrics
Loading...
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।
মনে পড়ে যায়, মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি
দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।।
সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গের খেলা
কোথায় কখন কবে কোন তাঁরা ঝরে গেল
আকাশ কি মনে রাখে।।
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
অ্যালবামঃ লুকোচুরি
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৫৮
বিভাগঃ ছায়াছবি
Random Song Lyrics :
- sona gidiyorsun - mrf lyrics
- fall - kathleen ivanka lyrics
- мне так лень (mtl) - билборды (bilbordy) lyrics
- страдаю [i'm suffering] - whaiiit lyrics
- se io fossi magalli (feat papa black face) - pepp1 lyrics
- tamo' a lo loco - voltio lyrics
- letícia - costabilekidd lyrics
- niech gadaja (intro) - brokat lyrics
- figure it out - sage harris lyrics
- el lado oscuro (versión filarmónica) - jarabe de palo lyrics