sob kota janala khule dao na - babul kanti de lyrics
Loading...
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।। চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
Random Song Lyrics :
- when october goes - monica mancini lyrics
- the schuyler sisters - lin manuel miranda lyrics
- getaway - prince royce lyrics
- lover clock - hyeongseopxeuiwoong lyrics
- una cerveza - los olestar lyrics
- земля - дельфин lyrics
- leather and wood - deerhunter lyrics
- vestibular pra solidão - alexandre pires lyrics
- nyc - vovenciii lyrics
- sky turns day glo - bush lyrics