achen amar mokter - bablu lyrics
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাই কোর্টে তে তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার
আমা পাপী তিনি জামিনদার
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাই কোর্টে তে তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার
আমা পাপী তিনি জামিনদার
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন শাই,
আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই।
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন শাই,
আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই।
দুই কাঁধে দুই মহোরি
লিখতে আছেন ডাইরি।
দুই কাঁধে দুই মহোরি
লিখতে আছেন ডাইরি।
দলিল দেইখা রায় দিবেন টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার।
সেইদিনের সেই স্টিশনে,
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার।
সেইদিনের সেই স্টিশনে,
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার।
পারাপারের থাকলে তাড়া
সংগে নিও গাড়ী ভাড়া।
পারাপারের থাকলে তাড়া
সংগে নিও গাড়ী ভাড়া।
জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার।
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাই কোর্টে তে তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার
আমা পাপী তিনি জামিনদার।
the end
Random Song Lyrics :
- i need to know - littlesharpg lyrics
- onda - costa a costa lyrics
- middle of the bed - madeline merlo lyrics
- say you love me - marla adler lyrics
- nie mam dupy - el dupa lyrics
- campeiro - juliano javoski lyrics
- この時代に呑まれそうだ (consumed by the times) - sparta (jpn) lyrics
- aayzeen netdalaa - عايزين نتدلع - lama shreif - لمى شريف lyrics
- фары (speed up) - pashasnicker lyrics
- get loud - kiss of life lyrics