papri keno bojhena - azam khan lyrics
Loading...
[chorus]
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
[instrumental break]
[verse 1]
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
মন কী যে চায়
কাটে শুধু বেদনায়
[chorus]
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
[instrumental break]
[verse 2]
এই মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাবো চিরতরে
মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাবো চিরতরে
সবাই চলে যায়
কতটুকুই বা পায়
[chorus]
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
Random Song Lyrics :
- don't lost your head - original - zion i lyrics
- in hell - house ghost lyrics
- légalisez la ganja - raggasonic lyrics
- hvad skal du nå? - thøger dixgaard lyrics
- beats 1 radio interview (july 11th, 2016) - banks lyrics
- like you - king issa lyrics
- do you love me (from "dirty dancing") - the 60's pop band lyrics
- verdade ou consequência - c57 x rizz lyrics
- le monde moderne - calogero lyrics
- ventilate - lucid dreams lyrics