ore saleka ore maleka - azam khan lyrics
[chorus]
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
[verse 1]
পাশের গাঁয়ে ছিলো সে
রোজই যেত এ পথ দিয়ে
পাশের গাঁয়ে ছিলো সে
রোজই যেত এ পথ দিয়ে
কেন সাধনা তার ভেঙ্গে গেল
[chorus]
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
[verse 2]
সাঁঝের বেলা নদীর তীরে
সেই যে গেল এলো না ফিরে
সাঁঝের বেলা নদীর তীরে
সেই যে গেল এলো না ফিরে
কেন হিংস্র স্রোত নিয়ে গেল
[chorus]
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
[verse 3]
আমি একা অবশেষে
কীপেলাম হায় ভালোবেসে
আমি একা অবশেষে
কী পেলাম হায় ভালোবেসে
কেন আমায় ছেড়ে চলে গেলো
[chorus]
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
Random Song Lyrics :
- rain (original version) - yunng zamy lyrics
- out of time (no illusion) - craig reever lyrics
- vlonewicced. (feat. deon88) - t1hunnxd lyrics
- baka mitai - yakuza / ryu ga gotoku lyrics
- болото (swamp) - саша заскалета (sasha zaskaleta) lyrics
- luna - unt¡tled lyrics
- hablan - rodri man lyrics
- comet song - bright eyes lyrics
- fake bands - the dicks lyrics
- sour grapes and cool beans - 4 star view lyrics