![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
badha diona - azam khan lyrics
Loading...
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম, ও মোর প্রেম ।।
ছোট থেকে বড় হলো যেখানে
ঘর বাঁধিবে ও সেখানে ।।
মনের মানুষ আমি,
আমিও কত চাহিলাম ।
প্রানে প্রানে প্রেমেরই সুধা
শুভ মিলন
মিলনে এলো যত বাঁধা ।।
মন যারে চায়
তারে ধরে রাখা
গেল না……
গেল দিয়ে বেদনা
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
চলে গেছে সে ভেজা নয়নে
রয়ে গেছে তবু মোর স্মরণে।।
মাঝে মাঝে রাতে
আমিও কত কাঁদিলাম
দুটি মনে ছিল কত আশা
প্রেমই জীবন
জীবনে শুধু ভালবাসা ।।
আজ কেন হায়
দূরে দূরে থাকা
জানি না
জানি আর পাবো না ।
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
এছাড়াও দেখুন…
Random Song Lyrics :
- sealed away - sunshine christo lyrics
- fast - duranbeatz & surf lyrics
- throughout this season - idamensional lyrics
- should've known - ringside lyrics
- boeing - batuflex lyrics
- na you dey reign (drill remix) - mercy chinwo lyrics
- future love paradise (reprise) - seal lyrics
- yo 2 qb - styles p & havoc lyrics
- picasso - vink (fra) lyrics
- kingdom of sin - noldor lyrics