lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

provu - ayub bachchu lyrics

Loading...

শিরোনাম ঃপ্রভূ
গায়কঃআইয়ুব বাচ্চু
যোগ করেছেনঃএম এ রহমান রুমান

ও আকাশ বলো আমায়
প্রিয়ার চোখে এত নীল
কোথা থেকে এলো

ও বাতাস তুমি বলো
তার মন এ ফাগুন
কোথা থেকে পেলো

সাগর বলো তো কিভাবে
গভীর হলো দুটি চোখ তার

পাহাড় বলো তো ঝর্না
বলো সে কাঁদে
সেই কান্না কোথা পায়

ও আকাশ বলে দাও
ও বাতাস বলে দাও

ঢেউয়ের মত সে আছড়ে পরে মনে
পাখী হয়ে গান গেয়ে বসন্ত ডেকে আনে
শিশিরের মত সে জড়িয়ে থাকে পায়ে
এমন নিবিঢ় প্রেম কোথা সে পেলো
সাগর বলো তো …বলে দাও

আগুনের মত এত নির্ধিদায় জালায় আমায়
বিধাতার মত সে ওম শান্তি দিয়ে পালায়
উপমার মতো তুমি হারাও ক্ষনে ক্ষনে
সব কবিতাই হেরেই যে গেল
সাগর বলো তো …বলে দাও

Random Song Lyrics :

Popular

Loading...