kano tumi - ayub bachchu lyrics
Loading...
শিরোনাম ঃকেনো তুমি
গায়কঃআইয়ুব বাচ্চু
যোগ করেছেনঃএম এ রহমান রুমান
আমি জানিনা তুমি কেমন আছ
আমি জানিনা কত দূরে আছ
কি করে ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেন তুমি হারিয়ে গেছ
কেন তুমি আমাকে একা করে দিয়ে গেলে আজ
জানিনা আমার কতটুকু ছিল অপরাধ
কিছুই না জেনে কিছুই না বুঝে চলে গেছ
কি করে ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেন তুমি হারিয়ে গেছ
ভেবে ভেবে তোমাকে সারাক্ষণ কেটে যায় আমার
মাঝে মাঝে ভাবি আমি এই বুঝি তুমি এলে আবার
কিছুই না জেনে কিছুই না বুঝে চলে গেছ
কি করে ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেন তুমি হারিয়ে গেছ
Random Song Lyrics :
- indecision - amaka queenette lyrics
- call my phone - high zoey lyrics
- do you love me - nef the pharaoh & 03 greedo lyrics
- uvek kad u nebo pogledam - maja mazić lyrics
- keti lõpp - 5miinust lyrics
- mecnun'dan beter haldeyim - lalalar lyrics
- none of your love - mac kello lyrics
- why do my eyes hurt w/ ghxul zz (prod. hoolign / rich loser) - sxspvct lyrics
- she's just in love with the money - solo vic lyrics
- don't go - lola menthol lyrics