baro mash - ayub bachchu lyrics
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আষাঢ় শ্রাবণ ঘন বরষার সাথে
দিনগুলি কাটে না বিরহ ব্যথাতে
আষাঢ় শ্রাবণ ঘন বরষার সাথে
দিনগুলি কাটে না বিরহ ব্যথাতে
আসছে মাসে না হয় পত্র দিও
আসছে মাসে না হয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
অগ্রহায়ণে তুমি আদর জানিও
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
(end)
Random Song Lyrics :
- how to lose a girl in 10 days - cali rodi lyrics
- intro - mac og lyrics
- mere nishaan - kailash kher lyrics
- chalte chalte - jatin-lalit lyrics
- mob ties - dice gang riders lyrics
- uma - majesty crush lyrics
- 胸いっぱい (getting a lump in one's throat) - going under ground lyrics
- nasa (akustik) - hiss (aze) lyrics
- dreamatic - jay aquarious lyrics
- blood - raze regal & white denim inc. lyrics