ঘুম ভাঙ্গা শহরে (ghum bhanga shohore) - ayub bachchu, lrb lyrics
Loading...
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে.. সুখের ছবি আঁকে
আহা কি যে সুখ!!
স্বপ্নেরা হারিয়ে যায় সময়ের সাগরে
ব্যথার আবিরে কবিতা আঁধারে হারায়
ভাবনার ফুল ঝরে ঝরে যায়
জীবনেরও গান হয় না সুরের কাঙাল!!
শৈশব বিমূর্ত হয়
যায় না বোঝা যায় না..
আশার ঝর্না পায়না সুখের ঠিকানা..
হতাশা শুধু সাথী হয়ে যায়
সে কিশোর এবার জীবন ছেড়ে পালায়!!
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে.. সুখের ছবি আঁকে
আহা কি যে সুখ!!
Random Song Lyrics :
- shadow - chromatics lyrics
- mare - michele merlo lyrics
- dance - luiza (therealluiza) lyrics
- succeed - aspects and snowgoons lyrics
- dans le teum - ltf lyrics
- thisropewonthangitself - saphir lyrics
- sometimes (eh, eh demo) - lady gaga lyrics
- pachinko song - lily & madeleine lyrics
- alone - asketa & natan chaim lyrics
- daydreamz - mb (eng) lyrics