ek akash tara - ayub bacchu lyrics
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
পুরো জোছনা তুই একা পোহাসনে
সঙ্গে নিসরে তুই মোরে
পুরো জোছনা তুই একা পোহাসনে
সঙ্গে নিসরে তুই মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
হৃদয় নায়ে চড়বি যখন
বইঠা নিস রে তুই মোরে
ভাসবো না হয় দুজন মিলে
সপ্নলোক জলে সুখের ঘোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
দুখের বোঝা বইবি যখন
স্মরণ করিস রে তুই মোরে
আসবো ছুটে তোর কাছে
যেখানে থাকি আমি যত দূরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
Random Song Lyrics :
- dla ulic - killaz group lyrics
- según se es, así se ama - raphael lyrics
- rescue me - you me at six & chiddy bang lyrics
- talkin' bout the smiling deathporn immortality blu - the flaming lips lyrics
- génération 75 - axiom lyrics
- so long - donots lyrics
- again - phil. lyrics
- honcho style - cdot honcho lyrics
- freestyle 2k15 - aladin 135 lyrics
- redemption song - o'connor lyrics