![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
bohudur jete hobe - ayub bacchu lyrics
Loading...
বহুদুর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকী।।
ভালোবাসায় বিশ্বাস রেখো
হয়তো অচেনা মনে হতে পারে আমাকে।
তুমি ভয় পেয়ো না তুমি থেমে যেওনা।।
তুমি ভয় পেয়ো না।
আগামীর রথে হাতে হাত রেখে
পারি দিতে হবে এক দীর্ঘ নদী
বুক ভেঙ্গে যাবে অভিযোগ অভিমানে
অবিশ্বাস বুকে থাক যদি।
বিকেলের রোদে যদি মন বেঁধে
পেতে চাও আলোকিত এক রাতের প্রহর
খুঁজে পেতে পারো নির্বাক বিস্ময়ে
অমানিশা তোমার অন্তরে।
Random Song Lyrics :
- it’s still rock and roll to me - drake bell lyrics
- my block - 2pac lyrics
- la rue (radio edit) - vegedream lyrics
- zróbmy 3ode z pzg - grubson lyrics
- miley cyrus’s “someone else” - kreinbr lyrics
- so much slime - lil splee lyrics
- aa battery controlled telescopic knife - foxes and peppers lyrics
- all night (kryder remix) - icona pop lyrics
- luv it - tona lyrics
- trip - fy lyrics