lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

extended - avoidrafa lyrics

Loading...

ইচ্ছে ছিল এগেই যাবার
শব্দ গুলো আজ কেন রঙিন মনে হয়
সব নিশ্বাস ছেড়ে আমি
ভাবছি একা বসে
ঘোর কেন কাটে না
তোমার ছায়ায় দাড়িয়ে আমি হারিয়ে যাই

ছেড়ে দাও
চল চলে যাই বদ্ধ কোথাও
তুমি আর আমি হারিয়ে যাবো
মুছে বলি সব হার

সবই আমার ঘোরে থাকা
স্বপ্নময় ধুলোকণা
নিল আকাশ আজ আনমনে হয় ।।
থামছে না কেন??
সুন্দর কে কুৎষিত মনে হয়

Random Song Lyrics :

Popular

Loading...